নিজস্ব প্রতিবেদন: কোভিড রোগীদের সাহায্য করার জন্য রাজ্যের বহু জায়গায় টোটোকে অ্যাম্বুল্যান্সে রূপান্তরিত করা হচ্ছে। কিন্তু কোভিড রোগীর মৃতদেহ বহনের ক্ষেত্রে সমস্যা রয়েই গিয়েছে বহু জায়গায়। ভরসা সেই পুরসভা বা সরকারি শববাহী গাড়ি। জয়নগর মজিলপুর পুরসভাতেও ছিল এই সমস্যা। সেই সমস্যা মেটালেন পুরপ্রশাসকই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ধর্মতলায় বাসের জন্য লাইনে বাড়ি ফিরতে মরিয়া যাত্রীরা, চলছে টিকিটের কালোবাজারি   


জয়নগর(Joynagar) মজিলপুর পুরসভাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পুরসভার প্রয়োজন ছিল ছিল একটি শববাহী গাড়ির। সেই গাড়ির দাম কমপক্ষে ৭-৮ লাখ টাকা। সেই টাকা আপাতত সরকারের কাছ থেকে পাওয়া য়াচ্ছে না। সমস্যা সমাধান করলেন জয়নগর মজিলপুর পুরসভা পুর প্রশাসক সুজিত সরখেল।


আরও পড়ুনকারা পাবেন Covid Vaccine? হকার, রিকশা চালক থেকে যৌনকর্মী- তালিকা দিল রাজ্য  


সুজিতবাবু পুরসভার ময়লা ফেলার টোটোটিকেই শববাহী গাড়ীতে রূপান্তরিত করলেন। টোটোটিতে জুড়ে দিলেন একটি স্ট্রেচার। ওই স্টেচারেই আপাতত এলাকার কোভিড রোগীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে। সুজিতবাবুর ওই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এলাকার মানুষজন।