নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বাড়ছে করোনা আতঙ্ক। এর মধ্যেই করোনা আশঙ্কায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুরকে। বুধবার জেলা স্বাস্থ্য দফতর থেকে এমনই নির্দেশিকা এসেছে বলে জেলা তৃণমূল সূত্রে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গণপরিবহন বৈঠকে ৭ দফা প্রস্তাব বাস মালিক সংগঠনের, ভেবে দেখার আশ্বাস সরকারের


কেন এমন নির্দেশিকা?


সম্প্রতি করোনা পজিটিভ হয়েছেন মালদহ জেলা তৃণমূলের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের আদিবাসী সংগঠনের নেত্রী সরলা মূর্মু। তাঁর স্বামীও করোনা পজিটিভ হয়েছেন। গত ২৭ জুলাই সরলা ও  অন্যান্য নেতাদের সঙ্গে দলের একটি বৈঠকে যোগ দেন মৌসম নুর।


আরও পড়ুন-একদিনে ৬১১, রেকর্ড সংখ্যক আক্রান্ত রাজ্যে, করোনায় মৃত বেড়ে ৭০০ ছুঁই ছুঁই


এদিকে, সরলা মূর্মু করোনা পজিটিভ হওয়ার পরই জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ওই বৈঠকে থাকা তৃণমূল নেতা-নেত্রীদের হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়। তালিকায় রয়েছেন জেলার একাধিক শীর্ষ তৃণমূল নেতা।