নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এরকম এক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্যে স্বাস্থ্য দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মেয়েকে এই শিক্ষা দিয়েছেন? ত্রিশলাকে দেখে সঞ্জয় দত্তকে কুতসিত আক্রমণ


ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড পজিটিভ এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সংস্পর্শে এসেছেন তাদের যদি বাড়িতে যথেষ্ট জায়গা থাকে তাহলে তারা হোম কোয়ারেনটাইনে থাকতে পারেন। ইন্সটিটিউশনাল কোয়ারেনটাইনে থাকার পরিবর্তে বাড়িতেই স্বাস্থ্য কর্তৃপক্ষের তত্বাবধানে থাকবেন। তবে কোভিড পজিটিভ এর ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে কোভিড হাসপাতালেই চিকিৎসা করাতে হবে।


আরও পড়ুন-কলকাতার কোন এলাকা রেড জোন, মিলিয়ে নিন আপনি ওই এলাকায় থাকেন কিনা


জানানো হয়েছে, হাসপাতালের মতোই ঘরে মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টানসিং বজায় রাখতে হবে এবং অন্যান্য নির্দেশিকা মেনে চলতে হবে। ঘরে কোয়ারেন্টাইনে থাকলেও ওইসব সংশ্পর্ষে আসা ব্যক্তি এলাকার স্বাস্থ্য কেন্দ্রের চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের নজরদারিতে থাকবেন। প্রয়োজনে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।