নিজস্ব প্রতিবেদন: গত বছর কোয়ারেন্টাই সেন্টার। আর এ বছর হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হচ্ছে সেফ হোম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে বেড়েচলা করোনা সংক্রমণের মোকাবিলা নাভিশ্বাস উঠছে হাসপাতালগুলির। সরকারি, বেসরকারি সব জায়গাতেই বেডের অভাব। পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হচ্ছে একটি সেফ হোম। এ ব্যাপারে হাওড়া জেলা স্বাস্থ্য দফতরের পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আপাতত ওই সেফ হোমে(Safe Home) থাকবে ৫০টি বেড। পরে প্রয়োজন মতো বেডের সংখ্যা বাড়ানো হবে। এমনটাই জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের তরফে।


আরও পড়ুন-নিউটাউনের খালে মহিলার পচাগলা দেহ, খোঁজ নেই শিশু সন্তানের


প্রসঙ্গত, গত বছর কোভিড সংক্রমণ যখন আছড়ে পড়েছিল গোটা রাজ্যে তখন এই ডুমুরজলা স্টেডিয়ামকে(Dumurjola Stadium) ৭২ ঘণ্টার মধ্যে ১৫০ বেডের কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হয়েছিল। আর এবার আগে থেকেই সংক্রমণ বাড়ার কথা মাথায় রেখে ব্যবস্থা করা হচ্ছে এখানে। স্বাভাবিকভাবেই এই সেফ হোম তৈরি হলে আক্রান্ত রোগীদের পরিষেবা দিতে যথেষ্ট সাহায্য হবে জেলা স্বাস্থ্য দপ্তরের।


আরও পড়ুন-একটি ডোজের Johnson & Johnson টিকার ট্রায়াল শুরু হচ্ছে কলকাতায়


জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা ভবানী দাস জানান, ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামকে সেফ হোম করার জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছেন। তবে কবে থেকে এটা চালু হবে তা ঠিক হয়নি।