নিজস্ব প্রতিবেদন: লকডাউন এ সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। একদিকে বন্ধ বাজার অন্যদিকে দৈনন্দিন প্রয়োজনে প্রায়ই নানা জিনিসের প্রয়োজন পড়ছে। এতে বেশি সমস্যায় পড়ছেন বয়স্করা। বিশেষ করে যেসব বয়স্ক মানুষ বাড়িতে একা থাকেন। ছেলেমেয়ে বা অন্যান্য আত্মীয়স্বজন কেউ কাছে নেই। এদের জন্য কাজ করেছে বালুরঘাট পুলিসের উদ্যোগ 'প্রণাম'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন-প্রেসিডেন্সির চার দেওয়ালে কীভাবে রাত কাটালেন সুব্রত, ফিরহাদ?


গত বছর লকডাউনের শুরুতেই "প্রণাম" প্রকল্প চালু করেছিল বালুরঘাট পুলিস। প্রকল্পের উদ্দেশ্য ছিল, বাড়িতে একা থাকা বয়স্ক মানুষদের  সাহায্য পৌঁছে দেওয়া, প্রতিনিয়ত খোঁজখবর নেওয়া। সেই প্রকল্পের ছেদ পড়েনি এখনও।



আরও পড়ুন-একতরফা শুনানি নয়, নারদ মামলায় এবার Supreme Court-এ ক্যাভিয়েট দাখিল CBI-র  



প্রতিদিনই বালুরঘাট(Balurghat) থানার পুলিসের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে বয়স্কদের। পৌঁছে দেওয়া হচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিস, ওষুধপত্র। প্রকল্পের কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে এবার সরাসরি বয়স্কদের বাড়িতে গিয়ে হাজির জেলা পুলিস সুপার রাহুল দে । লকডাউনে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? পুলিসের ভূমিকা কি? তারই খোঁজখবর নেন জেলার পুলিস সুপার।


জেলা পুলিস সুপার রাহুল দে বলেন, পুলিসের এই উদ্যোগ জারি থাকবে। শুধু আইন শৃঙ্খলা নয় মানুষের পাশে দাঁড়ানোও পুলিসের কাজ।