নিজস্ব প্রতিবেদন: স্বামী করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি। জলপাইগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডের এক কনটেনমেন্ট জোনে একাই থাকতেন মনিকা নিয়োগী। আজ দুপুরে তাঁর মৃতদেহ মিলল তাঁর বাড়ির ছাদে। আত্মহত্যা নাকি অন্যকিছু, তা নিয়ে রহস্য বাড়ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'কড়া বিধিনিষেধ'-এ টিকাকরণ চালু থাকবে, যানবাহনেও ছাড় থাকবে, জানাল নবান্ন


পুলিস সূত্রে খবর, ১৫ নম্বর ওয়ার্ডের সার্ফ মোড়ের একটি বাড়িতে স্বামীর সঙ্গেই থাকতেন মনিকা। সম্প্রতি তাঁর স্বামী করোনা পজিটিভ(Covid Positive) হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে কোভিড হাসপাতালে। মনিকার দেহেও ছিল করোনার উপসর্গ। তাঁর করোনা টেস্টও হয়েছিল। কিন্তু তার রেজাল্ট এখনও আসেনি। ফলে তিনি একাই ছিলেন বাড়িতে।


আরও পড়ুন-জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত, জানাল শিক্ষা দফতর


আজ দুপুরে মনিকাকে তার বাড়ির ছাদের উপর পরে থাকতে দেখে প্রতিবেশীরা। ঘটনাটি তারা পৌরসভাকে জানালে ঘটনাস্থলে টিম নিয়ে উপস্থিত হয় জলপাইগুড়ি(Jalpaiguri) পৌর প্রশাসক সৈকত চট্টোপাধ্য়ায়। তিনি ছাদে উঠে দেখেন মহিলার মুখ দিয়ে সবুজ গ্যাঁজলা বের হচ্ছে। কাছে পড়ে রয়েছে ফিনাইলের শিশি ও মুড়ি। এরপর তিনি পুলিসেকে খবর দেন। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।