নিজস্ব প্রতিবেদন:  আর চিনা কিটের ওপর ভরসা করতে হবে না। এবার রাজ্যেই তৈরি হবে করোনা পরীক্ষার কিট। আর সেই কিটের মাধ্যমে মাত্র ৫০০টাকাতেই করা যাবে করোনা পরীক্ষা। ইতিমধ্যে তাতে স্বীকৃতিও দিয়ে দিয়েছে ICMR।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিটের স্বার্থকতা:
চিনা কিটে কোভিড পরীক্ষার খরচ পড়ত প্রায় ১৪০০ টাকার মতো। সেখানে প্রায় অর্ধেরও কম টাকা খরচ হবে এই কিটে পরীক্ষা করতে। ফলে আরও বেশি করে পরীক্ষা করা সম্ভব হবে, সাধারণ মানুষের আয়ত্তের মধ্যেও থাকবে। তাহলে আর বাইরে থেকে আসা কিটের ওপরও ভরসা রাখতে হবে না।


করোনা আবহে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা কেন্দ্রের


কিটের আবিষ্কারক


এই কিট তৈরি করেছেন চিকিত্সক অভিজিত্ ঘোষ ও জয়দীপ মিত্র।
কেন এই কিটে পরীক্ষার খরচ কম?
মূলত একেবারে দেশেরই জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এই কিট। অন্যান্য কিট তৈরিতে বাইরে থেকে কাঁচামাল আনতে হত, ফলে স্বাভাবিকভাবেই ওই কিটে পরীক্ষার খরচ বাড়ত। কিন্তু এক্ষেত্রে সেই অসুবিধা আর থাকছে না। এই কিটের মাধ্যমে মাত্র ৯০ মিনিটে ভাইরাসটিকে শনাক্ত করা সম্ভব হবে।


কী বলছেন গবেষকরা?
করোনা মোকাবিলায় বারবারই গবেষকরা বলছেন পরীক্ষা আরও বেশি পরীক্ষার প্রয়োজন। সেক্ষেত্রে কম খরচে পরীক্ষা হলে রাজ্যের প্রচুর সাধারণ মানুষ একসঙ্গে উপকৃত হবেন। আশাবাদী সকলেই।