নিজস্ব প্রতিবেদন : রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখ ২২ হাজার ছুঁই ছুঁই। শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এরাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৮ জন। এরফলে রাজ্যে করোনায় মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬০।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় এরাজ্যে নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন। ফলে রাজ্যে করোনায় মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৮ জন। রিপোর্ট বলছে, এই মুহূর্তে হাসপাতালে চিকিত্সাধীন সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৬৪৮ জন।


তবে নতুন করে আক্রান্ত যেমন হচ্ছে, তেমনই সংক্রমণ সারিয়ে সুস্থও হয়ে উঠছে মানুষজন। রাজ্যে করোনার সুস্থতার হার ৮৬.৯৬ শতাংশ। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৩ জন হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছেন। এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মোট মানুষের সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ১৪ জন।


আরও পড়ুন, ‘দেশের অভ্যন্তরে সাধারণ মানুষ মেরে টেরর স্ট্রাইকের পরিকল্পনা’, জেরায় কবুল করল জঙ্গিরা