নিজস্ব প্রতিবেদন : জলপাইগুড়িতে আবার করোনার থাবা। দীর্ঘ কয়েক মাস কিছুটা স্বস্তির পর পুনরায় জলপাইগুড়ি শহরে এক যুবকের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শহরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানিয়েছেন, পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বছর পঁয়তাল্লিশের এক যুবক করোনা আক্রান্ত হয়েছেন। তবে অবস্থা স্থিতিশীল। তাই আক্রান্ত যুবকের বাড়িতেই চিকিৎসা চলছে। পাশাপাশি গত কয়েকদিনে দেশে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা হঠাৎ লাফিয়ে বেড়ে যাওয়া, তিনি আবার প্রতিটি নাগরিকে মাস্ক পরার উপর জোর দেন। একইসঙ্গে সামাজিক দূরত্বের মত করোনা বিধিনিষেধ মেনে চলারও আবেদন জানান।


প্রসঙ্গত,  সোমবার একদিনেই দেশে ২,১৮৩টি কোভিড সংক্রমণের ঘটনার কথা জানা গিয়েছে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে ২১৪ জনের মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশে হঠাৎ করে আবার কোভিড সংক্রমণে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, চতুর্থ ঢেউ আসন্ন কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। কারণ গত ২৪ ঘণ্টায় ৯০ শতাংশ বেড়েছে সংক্রমণ। 


আরও পড়ুন, 'সাবোটেজ! দেশের আত্মাকে শেষ করার চেষ্টা', বিরোধী দলগুলিকে তীব্র টুইট আক্রমণ J P Nadda-র


মাথায় বন্দুক ধরতে পারেন, মরতে রাজি, দুর্নীতি দেখলে চুপ থাকব না: বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি


'প্রচুর টাকার লেনদেন!', SSC নিয়োগ মামলায় এবার 'আর্থিক দুর্নীতি'র তদন্তে ED


SSC: শিক্ষকই হতে চান! বিচারপতির চাকরির প্রস্তাব ফেরালেন ক্যানসার আক্রান্ত সোমা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)