নিজস্ব প্রতিবেদন: কোন ভাবেই করোনা আক্রান্তের মৃত্যু মিছিল কমানো যাচ্ছে না মালবাজারে। গতকালও মালবাজারে তিনজনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মাল ব্লকে ৩০ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মালবাজারের মতো ছোট শহরে কোভিড পরিস্থিতি ভয়াবহ জায়গায় পৌঁছেছে। শহরে যে ৩ জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। তারা হলেন অনিল চন্দ,নীরেন ভৌমিক এবং মীনা ছেত্রী। এই নিয়ে গত ২৫ দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯। এদিনও শহরে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন।


আরও পড়ুন: 'Oxygen না পেয়ে মৃত ২৫, আর হয়ত চালান যাবে ২ ঘণ্টা', জানাল দিল্লির গঙ্গারাম হাসপাতাল


এই মূহুর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪২। করোনা সংক্রমণ নিয়ে শহরে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরসভার উদ্যোগে গত দুদিন ধরে জলছে জনতা কার্ফু। তারপরও মৃত্যু এবং সংক্রামণ কমানো যাচ্ছে না। 
অবিলম্বে শহরে লকডাউন চেয়েছেন সাধারণ মানুষ।