নিজস্ব প্রতিবেদন : কোভিড নাইন্টিন নমুনা পরীক্ষার জন্য একদম আলাদা একটি ওয়ার্ড তৈরি করল আর জি কর হাসপাতাল। সম্পূর্ণ বিনামূল্যের প্রতিটি রোগীকে টেস্টের সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে কেবল কোভিড আক্রান্তদের ক্ষেত্রে টেস্টিংয়ে জোর দেওয়া হলেও এবার থেকে বদলাচ্ছে সেই নিয়ম। আর জি কর মেডিক্যাল কলেজে যে কোনও ডিপার্টমেন্টে ভর্তির সময়েই বাধ্যতামূলক করা হল নমুনা পরীক্ষা।  অর্থাত্ হাসপাতালে ভর্তির সময়ে লক্ষণ না থাকলেও অন্যান্য রোগীদেরও পরীক্ষা করে নেওয়া হবে। হাসপাতালের অভ্যন্তরে করোনাভাইরাস যাতে নিয়ন্ত্রণে থাকে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।


সমস্ত রোগীদের টেস্ট করা হলে সেক্ষেত্রে অন্যান্য ওয়ার্ডে কোনওভাবে অজান্তে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করা যাবে। তবে, চিন্তার কারণ নেই। এর জন্য একটি পয়সাও খরচ করতে হবে না রোগীকে। সম্পূর্ণ বিনামূল্যেই কোভিড টেস্টিং ওয়ার্ডে সোয়াব টেস্ট করা হবে। 


এ বিষয়ে টুইট করে জানিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলও।



আরও পড়ুন : টানা ১৪ ঘণ্টা! এসএসকেএম-এর বিভিন্ন ওয়ার্ড ঘুরে 'বিনা চিকিত্সায়' ফিরল ব্রেন টিউমারে আক্রান্ত শিশু