Islampur: গুলিতে নিহত `গরু পাচারকারী`-কে তার বাড়ির কাছে ফেলে পালাল সঙ্গীরা!
মৃতের পরিবারের দাবি, শনিবার সকালে কে বা কেউ তাকে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে ফেলে পালায়
নিজস্ব প্রতিবেদন:বাড়ির পাশেই ইসলামপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের বেলচুরি গ্রাম। এলাকার মানুষের অভিযোগ, বিএসএফের গুলিতে নিহত ওই গরু পাচারকারীকে তার বাড়ির পাশে ফেলে রেখে পালায় তার সঙ্গীরা।
পুলিস সূত্রে খবর, নিহত ওই ব্যক্তির নাম মহম্মদ মফিজুদ্দিন(৬০)। বাড়ি ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের বেলচুরি গ্রামে। শনিবার তার বাড়ির পাশেই তার মৃতদেহ উদ্ধার করে রামগঞ্জ ফাঁড়ির পুলিস।
মৃতের পরিবারের দাবি, শুক্রবার সন্ধেয় পাটাগড়ায় শ্বশুরবাড়ি যাব বলে বেরিয়ে যায় মফিজুদ্দিন। শনিবার সকালে কে বা কেউ তাকে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে ফেলে পালায়। ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
আরও পড়ুন-আমার ব্যক্তিগত মত, সবকিছু দু'মাস বন্ধ রাখা উচিত: অভিষেক
মৃতের বাঁ পায়ে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। এনিয়ে বিএসএফের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কীভাবে এমন ঘটনা ঘটল,কারা তাকে গুলি করল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।