নিজস্ব প্রতিবেদন : শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হল গরু পাচার কাণ্ডে ধৃত BSF কম্যান্ড্যান্ট সতীশ কুমারের। ব্যক্তিগত ৫ লাখ টাকা বন্ডের বিনিময়ে আজ ধৃত সতীশ কুমারের জামিন মঞ্জুর করেছে আসানসোল CBI আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন আদালতে CBI আইনজীবীর দাবি খারিজ করে দেন বিচারক। বদলে শর্তসাপক্ষে সতীশ কুমারকে জামিনে মুক্তি দেন। CBI যখনই ডাকবে, তখনই আদালতে হাজিরা দিতে হবে, এই শর্তসাপেক্ষে সতীশ কুমারের জামিন মঞ্জুর করেছে আদালত।


আরও পড়ুন, BJP দুই অঙ্ক পেরলে আমি সরে যাব : PK, দেশ একজন ভোট কৌশলী হারাতে চলেছে : Kailash


গরু পাচার কাণ্ডে BSF কম্যান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেফতার করেছিল CBI। গ্রেফতারির পর জেল হেফাজতে ছিল ধৃত সতীশ কুমার।  আজ জেলা হেফাজতের মেয়াদ শেষ হয়। এরপরই এদিন সতীশ কুমারকে আসানসোল CBI আদালতে পেশ করা হয়। বিচারক ৫ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করেন।


আরও পড়ুন, 'CAA কবে? Matua সমাজে এসে বলুন Amit Shah', নাগরিকত্ব ইস্যুতে দাবি MP Shantanu Thakur এর