Cattle Smuggling: ইডির স্ক্যানারে সিউড়ি থানার আইসি! অনুব্রত-ঘনিষ্ঠ অফিসারকে তলব
এদিন সকাল সাড়ে ১০ টার মধ্যে যাবতীয় নথিপত্র নিয়ে তাঁকে দিল্লির ইডি-র দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোরুপাচার কাণ্ডে গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন ধরে আসানসোল কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন অনুব্রত মণ্ডল। সিউড়ি থানার আইসি মহম্মদ আলি বীরভূমে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত।
প্রসেনজিৎ মালাকার: আসানসোল জেল সুপারের পর এবার ইডির স্ক্যানারে সিউড়ি থানার আইসি। গরু পাচার মামলায় শনিবার দিল্লিতে হাজিরার নির্দেশ আইসি মহম্মদ আলিকে। আয়কর সংক্রান্ত নথি এবং সম্পত্তির নথি-সহব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও নিয়ে যেতে নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে জানা গিয়েছে, গোরুপাচার সংক্রান্ত মামলাতেই তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে। ইডি আধিকারিকদের দাবি, অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ এই অফিসারের গোরুপাচার মামলায় যোগ থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন, খুদে পড়ুয়াদের জন্য নেই কিছুই! সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরোটাই কুকর্মের আখড়া
জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১০ টার মধ্যে যাবতীয় নথিপত্র নিয়ে তাঁকে দিল্লির ইডি-র দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোরুপাচার কাণ্ডে গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন ধরে আসানসোল কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন অনুব্রত মণ্ডল। আগামী ৫ এপ্রিল আসানসোল জেলের সুপার কৃপাময় নন্দীকে দিল্লিতে তলব করা হয়েছে। তারপরই ডাক পড়ল মহম্মদ আলির। সিউড়ি থানার আইসি মহম্মদ আলি বীরভূমে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত।
দিনকয়েক আগেই কয়লা পাচার মামলায় সিউড়ি থানার আইসিকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। নিজাম প্যালেসে আইসি মহম্মদ আলি শেখকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এই সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে মোটা টাকার বিনিময়ে বীরভূমের কয়লা পাচারকারীদের নিরাপত্তা দেওয়ার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন, Bengal Weather Update: দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত পরিষ্কার আকাশ, উত্তরে বহাল বৃষ্টির আশঙ্কা