নিজস্ব প্রতিবেদন: বিদ্রোহী সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়কে দল থেকে বহিষ্কারের সুপারিশ করল রাজ্য সম্পাদকমণ্ডলী। বুধবার রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়। ঋতব্রতকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে সূত্রের খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বারাসাতে বামেদের মিছিলে পুলিসের লাঠি, 'আহত ৩০০'


বেশ কয়েক মাস ধরেই সিপিএমের সঙ্গে ঋতব্রতর টানাপোড়েন চলছিল। বিলাসবহুল জীবনযাপন ও নারীঘটিত অভিযোগের বিচারে ঋতব্রত বিরুদ্ধে দলের অন্দরেই কমিশন বসে। সেই কমিশনের নেতৃত্বে ছিলেন মহম্মদ সেলিম। গত সোমবার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে দল ও সেলিমের মুণ্ডপাত করেন ঋতব্রত। এর পর তাঁর বহিষ্কার সময়ের অপেক্ষা বলে মনে করছিল রাজনৈতিক মহল।


দলবিরোধী কাজ ও দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঋতব্রতকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে জানা গিয়েছে। এনিয়ে চূ়ড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় কমিটি।