নিজস্ব প্রতিবেদন: একুশের নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যের ২৯৪টি আসনকেই কাটাছেঁড়া করতে চায় সিপিএম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে সীতারাম ইয়েচুরি নির্দেশ দিয়েছেন, রাজ্যের বিধানসভা আসনগুলিকে ৩ ভাগে ভাগ করে রিপোর্ট পাঠাতে হবে।


আরও পড়ুন-দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে হবে, ঝাড়গ্রাম থেকে শুভেন্দু 


কীভাবে ভাগ? সীতারাম ইয়েচুরির পরামর্শ, চিহ্নিত করতে হবে-


১. কোন আসনগুলোতে বামেরা জিতবে।


২. কোন আসনগুলোতে বামেরা লড়াই করতে পারবে। 


৩. কোন আসনগুলোতে বামেরা নিশ্চিত হারবে।


আরও পড়ুন-MIM-এর সঙ্গে জোট নিয়ে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত : আব্বাস, রাজনীতির কল্কে এখানে পাবে না: ত্বহা


উল্লেখ্য, আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে সিপিএম। সেক্ষেত্রে সিপিএম বুঝে নিতে চাইছে কোন কোন আসনগুলিতে দল ভালো ফল করতে পারবে। পাশাপাশি কোন আসনগুলিতে জয়ের একেবারেই সম্ভাবনা নেই।  বাস্তব অবস্থা বুঝে নিয়েই কংগ্রেসের সঙ্গে দরকষাকাষিতে যেতে চাইছে রাজ্য সিপিএম। পাশাপাশি, বিভিন্ন আসনে দলের তরুণ প্রজন্মকে প্রার্থী করার ওপরে জোর দিয়েছেন ইয়েচুরি।


দলীয় সূত্রে খবর, তৃণমূল পর্যায়ে ভালো কাজ করেছে দল। সাম্প্রতিক কৃষক আন্দোলনে দলের অংশ গ্রহণ ভালো ফল দেবে বলে মনে করা হচ্ছে।