নিজস্ব প্রতিবেদন: তৃণমূলকে ঠেকাতে মহাজোট। কংগ্রেসকে সমর্থন করলে সিপিএম ও বিজেপি। ডুয়ার্সের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনায় মুখে কুলুপ সিপিএমের। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে মোট 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৩ টি আসন। এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পায় ৬ টি আসন, বিজেপি ৭টি, কংগ্রেস ৯টি ও সিপিএম ১ টি আসন পায়।  গত জুলাই মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৪ জন সদস্য। তখনই বাকি কংগ্রেস সদস্যরাও তৃণমূলে যোগ দেবেন বলে দাবি করে তৃণমূল নেতৃত্ব। 


সোমবার ছিল বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন। এদিন ৫ জন সদস্য নিয়ে বোর্ড গঠন করে কংগ্রেস। ২৩ টি আসনের মধ্যে ১৩ টি ভোট পেয়ে প্রধান ও উপপ্রধান হলেন যথাক্রমে দীপক শ্যাম ও পুনম ছেত্রী। 


বোর্ড গঠন নিয়ে অশান্তি, জ্যোতিপ্রিয় মল্লিককে ধমক মুখ্যমন্ত্রীর!


বানারহাটের কংগ্রেস নেতা বলরাম রায় বলেন, তৃণমূলের শাসন থেকে মুক্তি পেতে মানুষ হাঁসফাঁস করছে। এই ঘটনা তার প্রমাণ। স্থানীয় বিজেপি নেতা উমেশ যাদব বলেন, তৃনমূলকে আটকাতে আমরা কংগ্রেসকে সমর্থন করলাম। যদিও এই ব্যাপারে সিপিএম এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।