`জল রাজনীতি` তুঙ্গে পশ্চিম মেদিনীপুরে, তৃণমূল পুরবোর্ডের বিরুদ্ধে পোস্টার বামেদের
জল নিয়ে সিপিএম রাজনীতি করছে বলে কটাক্ষ করেন পুরসভার চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল পরিচালিত পৌরসভায় তিন বছর ধরে পানীয় জলের চরম সমস্যা চলছে। ক্ষোভে ফুঁসছে পুর এলাকার বাসিন্দারা। সেই জল সমস্যাকে হাতিয়ার করেই ময়দানে এবার সিপিআইএম। ওয়ার্ড জুড়ে জলের দাবীতে দেওয়া হল পোস্টার।
তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে এলাকাবাসীকে স্বচ্ছ পানীয় জল দেওয়ার দাবি তুলে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হল সিপিআই(এম)-র পক্ষ থেকে। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে।
ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ প্রায় তিন বছর ধরে ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। কল আছে আর সেই কলে পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার জন্যই চরম পানীয় জলের সমস্যায় ভুগছে ওয়ার্ডের বাসিন্দারা।
ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদের অভিযোগ বারেবারে পুরসভায় আবেদন জানিয়েও পানীয় জলের সুব্যবস্থা করেনি তৃণমূল পরিচালিত পৌরসভা। এলাকাবাসীকে পানীয় জল দিতে ব্যার্থ পৌরসভা এমন অভিযোগ তুলে এলাকাবাসীর সমর্থন জোগাড় করতে ময়দানে নেমেছে সিপিএম নেতা কর্মীরা।
ইতিমধ্যে ১৭ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সব জায়গায় পানীয় জলের দাবীতে পোষ্টার লাগানো হয়েছে তাদের তরফে। পানীয় জলের সমস্যা রয়েছে তা স্বীকার করে নেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা।
আরও পড়ুন: বন্ধুর বিয়েতে গিয়ে বিপাকে Rahul Gandhi, ভারত ভুখন্ডে নেপালের দাবির সমর্থক বন্ধু Sumnima Udas!
এমনকি জল নিয়ে সিপিএম রাজনীতি করছে বলে সিপিএমকে তিনি কটাক্ষও করেন। তিনি বলেন নতুন পাম্প দ্রুত চালু হবে এবং জলের সমস্যা মিটিয়ে দেওয়া হবে। অন্যদিকে এলাকার মানুষজনের অভিযোগ বারেবারে পৌরসভা থেকে তাদের পানীয় জলের সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ হয়নি।