নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের হোল টাইমার নিয়োগের খবরে সরগরম রাজনীতি। আগামিকালই নজরুল মঞ্চে দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনকে পোক্ত করতে দলে কয়েক লক্ষ হোলটাইমার নিয়োগের ঘোষণা করতে পারেন তিনি। একথা শুনে বিধানসভায় সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, 'স্যান্ডো গেঞ্জির আবার বুকপকেট।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার দুপুর ঠিক ২টোয় নজরুল মঞ্চে তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে ব্লক সভাপতি থেকে শুরু করে দলের বিভিন্ন স্তরের প্রায় ১০০০ নেতা হাজির থাকবেন। সেখানেই সম্ভবত রাজ্যের প্রতি বুথ পিছু হোল টাইমার বা সর্বক্ষণের কর্মী নিয়োগের কথা ঘোষণা করতে পারেন দলনেত্রী। সূত্রের খবর, প্রতি বুথে নিয়োগ করা হবে ৪ জন করে সর্বক্ষণের কর্মী। গোটা রাজ্যে ৭০,০০০ বুথে সর্বক্ষণের কর্মীর সংখ্যা দাঁড়াবে প্রায় ৩ লক্ষ। 


রবিবার এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে প্রশ্ন করলে তিনি কটাক্ষের সুরে বলেন, 'স্যান্ডো গেঞ্জির আবার বুক পকেট। একটা গুন্ডা তোলাবাজদের দল। সেই তৃণমূলের না কি হোল টাইমার!' 


ভাঙচুর হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভ্র সেনের গাড়ি


বলে রাখি, বাম জমানায় সিপিএমের রাজনৈতিক সংগঠনের মূল শক্তি ছিলেন সর্বক্ষণের কর্মীরা। যে কোনও বিপদে আপদে তাদের কাছেই হাজির হতেন সাধারণ মানুষ। তবে বেশ কিছু এলাকায় সিপিএমের হোল টাইমারদের বিরুদ্ধে জুলুমের অভিযোগও উঠেছে।