ওয়েব ডেস্ক : ভোটের নামে চলছে প্রহসন। সেই অভিযোগে রায়গঞ্জে পুর নির্বাচন থেকে সরে দাঁড়াল CPM। সেখানে কোনও পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। আজ নির্বাচনের মাঝেই এমনটাই ঘোষণা করলেন রায়গঞ্জের বাম সাংসদ মহম্মদ সেলিম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- "এলাকা ফাঁকা করে গেলাম", পূজালির রথতলায় ভোট ঘিরে রোম খাড়া করা দৃশ্য


সেলিম অভিযোগ, সকালে নির্বাচন শুরুর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথে বুথে ঢুকে অশান্তি শুরু করে দেন। ভোটারদের ভয় দেখানো থেকে ভোট কর্মীদের মারধর করার অভিযোগ তুলেছেন তিনি। কার্যত বেশ কয়েকটি বুখে ছাপ্পা ভোট দেওয়া ও ভোট কারচুপি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। প্রতি ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সেলিম। এমনকি ভোটারদের বাড়িতে বা়ড়িতে ঢুকে ভয় দেখানোর অভিযোগ তুলেছে বামেরা।


যদিও, তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণ ভাবে এই নির্বাচন চলছে সব জায়গায়।