বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সিপিআইএম কর্মীকে খুন নদিয়ায়
চার থেকে পাঁচ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে খুব কাছ থেকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থাতেই প্রাণ বাঁচাতে ছোটেন বাবুলাল।
নিজস্ব প্রতিবেদন : নদীয়ার তাহেরপুরের বাদকুল্লা দোসতিনাতে খুন হলেন সিপিআইএম কর্মী। শনিবার রাতে খুন হন তিনি। নিহত সিপিআইএম কর্মীর নাম বাবুলাল বিশ্বাস। বাবুলাল বিশ্বাস সিপিআইএমের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর খুনের পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে দাবি করেছেন স্ত্রী মৌসুমি বিশ্বাস।
পরিবারের দাবি, গতকাল রাত ৮টা নাগাদ দোসতিনা বাজার এলাকায় তাঁকে ফোন করে ডাকে কেউ। এরপরই চার থেকে পাঁচ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে খুব কাছ থেকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থাতেই প্রাণ বাঁচাতে ছোটেন বাবুলাল। প্রায় ৩০০ মিটার দৌড়ে গিয়ে এক মহিলার কাছে বাঁচার আকুতি জানান। তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন।
গুলিবিদ্ধ অবস্থায় বাবুলাল বিশ্বাসকে প্রথমে বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাবুলাল বিশ্বাস খুনের প্রতিবাদে আজ সকালে রানাঘাট-কৃষ্ণনগরে রাজ্য সড়ক অবরোধ করেন সিপিআইএমের কর্মী, সমর্থকরা।
আরও পড়ুন, 'জামা ছিঁড়ে দেয়, বিবস্ত্র করার চেষ্টা করে,' মানিকতলায় গায়িকার যৌন হেনস্থায় অভিযুক্ত তৃণমূল নেতা
খুনের ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। প্রসঙ্গত, নিহত বাবুলালের স্ত্রী মৌসুমী বিশ্বাস গত পঞ্চায়েত নির্বাচনে দোসতিনা এলাকায় সিপিআইএমের হয়ে প্রার্থী হয়েছিলেন।