নিজস্ব প্রতিবেদন: ভোট যুদ্ধ অব্যহত। ফের প্রচারে সংঘর্ষ। প্রচার সেরে গাড়িতে উঠার সময় সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায় উপর হামলার অভিযোগ। পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী তথা প্রাক্তন বিধায়ককে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনির থানার মদনপুরে৷ ঘটনায় গুরুতর জঘম হন প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শুল্ক দফতরে অভিষেকের স্ত্রীর হাজিরায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের


প্রচারে অংশ নেওয়া বাম কর্মীদের অভিযোগ, এদিন প্রচার সেরে গৌরাঙ্গ চট্টোপাধ্যায় গাড়িতে উঠার সময় কয়েকজন আচমকাই তাঁর উপর হামলা চালায়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়।



তাঁর পাল্টা অভিযোগ, বামেদের গোষ্ঠিকোন্দলের জেরেই এই ঘটনা। উল্লেখ্য এর আগেও বিধানসভায় আক্রান্ত হয়েছিল প্রাক্তন বিধায়ক। সেবারও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধেই। ফের সেই ছবির পুনরাবৃত্তি হওয়ায় স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি হয়েছে দলেরঅন্দরে।