নিজস্ব প্রতিবেদন: প্রয়াত সিপিআই-এর রাজ্য সম্পাদক প্রবোধ পাণ্ডা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দীর্ঘদিনই কলকাতায় দলের রাজ্য সদর দফতরে থাকতেন প্রবোধবাবু। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দলীয় কর্মীরাই পার্টি অফিসে প্রবোধবাবুকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান। চিকিত্সক  এসে প্রবোধবাবুকে মৃত বলে ঘোষণা করেন।


২০০১-২০১৪ সাল পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন প্রবোধবাবু। ২০১৪ সালে তৃণমূলপ্রার্থী সন্ধ্যা রায়ের কাছে পরাজিত হন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দল।