ওয়েব ডেস্ক: রিগিং আর বুথ দখলের অভিযোগ হলদিয়ায় সব আসনে ফের ভোটের দাবি তুলল বামেরা। ভোটের নামে প্রহসনের অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়াল বিজেপি আর কংগ্রেসও। হারের ভয়ে এসব করছে বিরোধীরা। পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেলা বাড়তেই প্রথমে বাম তার পর বিজেপি -কংগ্রেস। একে একে সব বিরোধীই নিজেদের প্রার্থী তুলে নিল হলদিয়ায়। কোথাও বিরোধী এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। কোথাও আবার অভিযোগ  হুমকি, বাড়ি ভাঙচুরের। বেলা বারোটাতে SDO অফিসে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে হাজির বামেরা। প্রার্থী প্রত্যাহার করে নেয় তারা। এরপর একই দাবিতে  ভোট থেকে সরে দাঁড়াল অন্য দুই বিরোধী দল।


বিরোধীদের এসব অভিযোগ মোটেই মানছেন না শুভেন্দু অধিকারী। তাঁর পাল্টা কটাক্ষ, এসব আসলে বিরোধীদের খবরে থাকার মরিয়া চেষ্টা। আর এই অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যেই ভোট হল হলদিয়ার উনত্রিশটি ওয়ার্ডে।


২০১২-য় হলদিয়া পুরবোর্ড দখল করে বামেরা। পরে  কাউন্সিলররা দল বদল করলে বোর্ড যায় তৃণমূলের দখলে।
গতবছর বিধানসভা ভোটে হলদিয়া আসনটি জিতেছিল বামেরা। এবার তাই  হলদিয়ার  পুরভোটে  বাড়তি নজর ছিল তৃণমূলের। ওয়ার্ডে-ওয়ার্ডে প্রচারে ছিলেন শুভেন্দু অধিকারী নিজে...


ফুঁসছে তিস্তা, ময়নাগুড়িতে অস্থায়ী বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকেছে