নিজস্ব প্রতিবেদন : ডাউন লাইনে ফাটল। এর জেরে নয়াদিল্লি ও হাওড়া শাখায় বেশ কিছুক্ষণ ব্যাহত ট্রেন চলাচল। পরে রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা এসে লাইন যুদ্ধকালীন তত্পরতায় লাইন মেরামতির কাজে ঝাঁপিয়ে পড়েন। প্রায় ঘণ্টা দেড়-দুই ব্যাহত থাকার পর স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, খাগড়াগড় কাণ্ডের মাস্টারমাইন্ডকে হেফাজতে পেল কলকাতা পুলিস


পূর্ব রেলের আসানসোল ডিভিশনের নিমচার ঘটনা। নিমচার কাছে রেললাইনে ফাটল দেখা যায়। দাঁড়িয়ে যায় কোল্ডফিল্ড এক্সপ্রেস। তার পিছনে দুটো রাজধানী সহ বেশ কিছু ট্রেনও দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণের জন্য। তারপর অন্য লাউন দিয়ে পাস করানো হয় ট্রেনগুলি। ডাউন ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস ছাড়াও বিভিন্ন স্টেশনে বেশকিছু ট্রেন আটকে পড়ে।


আরও পড়ুন, বিধানসভায় বেনজির কাণ্ড: স্পিকারের গৃহীত সিদ্ধান্ত বাতিল হল বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে


খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। শুরু হয় লাইনে ফাটল মেরামতির কাজ। মেরামতির পর অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আরও পড়ুন, প্রিয় বন্ধুর সঙ্গে পড়তে না পারার হতাশা, বেলাঘাটায় কলেজ ছাত্রের সুইসাইড নোটে উল্লেখ