নিজস্ব প্রতিবেদন: বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল। এর জেরেই সূচি বদল করা হল বহু উড়ানের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার ২টি বিমান অবতরণের পরই রানওয়েতে ওই ফাটল লক্ষ্য করা যায়। তার পরই আর কোনও বিমান অবতরণ করার অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি বিমানবন্দর থেকে বহু বিমানের উড়ানের সূচি বদল করা হয়।


বিমানবন্দর সূত্রের খবর, বিমানবন্দরের রানওয়ে মেরামতির জন্য এপ্রিল মাস থেকে বিমানবন্দর বন্ধ থাকার একটা কথা ছিল। কিন্তু তার আগেই এই ফাটল ধরা পড়ে গেল। এর ফলে বিমানবন্দরে আটকে পড়েছেন বহু যাত্রী। অনেকে হোটেল পাওয়ার জন্য শিলিগুড়িতেও ফিরে আসছেন।



জানা যাচ্ছে আজ বেলা এগারোটা নাগাদ ওই ফাটল চোখে পড়ে বিমানবন্দর কর্তৃপক্ষের। তবে মেরামতির পর আজই বিমান পরিষেবা শুরু হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। যদিও এ বিষয়ে এয়ারপোর্ট অথরিটি কিছু বলতে নারাজ।


উল্লেখ্য, বাগডোগরা বিমানবন্দর থেকে রোজ ৩৬টি বিমান ওঠানামা করে। রোজ গড়ে ৮ হাজার যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে থাকেন। ফলে ওই পর্যটনের এই মরশুমে বিপাকে পড়েছেন সেইসব যাত্রীরা।


আরও পড়ুন-লাগাতার ছাত্র বিক্ষোভের জের, পদত্যাগ করলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)