ওয়েব ডেস্ক: পুলিসের জালে পাকড়াও কুখ্যাত দুষ্কৃতী কর্ণ বেরা। ফিল্মি কায়দায় কাঁথির মাজিলাপুটের ঝাউ জঙ্গল থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। সূত্রের খবর, কর্ণ বেরাকে পাকড়াও করার জন্য, কাঁথি থানার নেতৃত্বে একেবারে গোপন অভিযান চলে। পুলিশ আগে থেকেই খবর পায় যে, ঝাউ জঙ্গলের গোপন ডেরায় লুকিয়ে আছে কর্ণ বেরা। সেই মতো ছক কষে, তাকে ধরতে মাঠে নেমে পড়ে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ঝাড়গ্রামের বৈতায় কংসাবতী নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি


গত ২রা মে কাঁথি উপ সংশোধনাগার থেকে পালিয়ে যায় দুষ্কৃতী। পুলিস কর্মী খুন, পেট্রোল পাম্পে ডাকাতির মতো গুরুতর অভিযোগ রয়েছে কর্ণ বেরার বিরুদ্ধে।


আরও পড়ুন  দেড় কোটি টাকার সোনার বিস্কুটের পর এবার উদ্ধার হল প্রচুর রুপোর গয়না