নিজস্ব প্রতিবেদন: কাটমানি ফেরতের দাবিতে অশান্তি অব্যাহত গোটা রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রীর কাটমানি ফেরতের নির্দেশের পরই এই ইস্যুকে হাতিয়ার করেছে গেরুয়া শিবির। অন্যদিকে শাসক দলের নেতৃত্বদের কাছ থেকে কাটমানির টাকা ফেরত চেয়ে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষও। এবার সেই তালিকায় যোগ হচ্ছে একের পর এক নাম। কখনও তুফানগঞ্জ কখনও চুঁচুড়া আবার কখনও ডোমকল। বিক্ষোভ চলছে সর্বত্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: স্বনির্ভর গোষ্ঠীর থেকে কাটমানি নেওয়ায় সরব গ্রামবাসী, অভিযুক্ত তৃণমূল নেতৃত্ব


একদিকে কাটমানি ইস্যুতে মঙ্গলবার সকাল থেকেই উত্তাল তুফানগঞ্জ। টাকা ফেরত চেয়ে ১ নং ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের প্রধান শচীন বর্মনকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ চালায় বিজেপির কর্মীরা। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সকালেই বিজেপি কর্মীরা নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের প্রধান শচীন বর্মনকে বাজারে দেখতে পেয়ে  তাঁর ওপর চড়াও হয়। স্থানীয় বাসিন্দা রাধিকা বিশ্বাস জানান, প্রধান অনেকের কাছ থেকেই  বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে কাটমানির টাকা নিয়েছেন।"



অন্যদিকে একই কারণে রণক্ষেত্র চুঁচড়া। পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিল মালাকারের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। বিজেপির কর্মীরা এবিষয়ে বলেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প করে দেবার নামে স্থানীয় মানুষের কাছ থেকে কাটমানি নিয়েছে সুনিল, তবে কোনও কাজ করেনি।