নিজস্ব প্রতিবেদন : একশো দিনের কাজে ব্যাপক হারে টাকা নয়ছয়ের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকা তছরুপের অভিযোগ তুলেছেন কংগ্রেস সদস্যরা। তাঁদের অভিযোগ, একশো দিনের কাজে মোটা টাকা কাটমানি খেয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান আমিনুল ইসলাম। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গ্রামবাসীদের দাবি, ১০০ দিনের কাজের জন্য তাঁদের যথাযথ সামগ্রী দেওয়া হয়নি। তাদের নামে বরাদ্দ টাকা আত্মসাৎ করেছেন প্রধান। গ্রামের এক বাসিন্দা ইসমাইল শেখের অভিযোগ, তাঁর জমিতে ১০০ দিনের কাজের টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু তাঁকে কোনও সামগ্রী দেওয়া হয়নি। উল্টে কার জমিতে ৫০০ শ্রমিক কাজ করেছেন, এই মর্মে টাকা আত্মসাৎ করা হয়েছে।


গ্রামের আরও এক বাসিন্দা আতাউর রহমান বলেন, ১০০ দিনের কাজের নামে ফাঁকা মাঠে কেবল ফলক লাগানো হয়েছিল। বাকি সমস্ত টাকা আত্মসাৎ করেছেন প্রধান। গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত সদস্য ঈদন বিবি। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, তাঁকে কোনও কিছুই জানানো হয়নি, অথচ তাঁর অজান্তেই তাঁর এলাকার গ্রামবাসীদের নামে বরাদ্দ টাকা উঠে গিয়েছে।


আরও পড়ুন, কাটমানির টাকা ফেরত চাইতে গেলে গ্রামবাসীদের উপর চড়াও তৃণমূল নেতা-কর্মীরা, সংঘর্ষে জখম ২


এই নিয়ে বারবার প্রধানের সঙ্গে যোগাযোগ করলেও তিনি তাঁকে কোনও সদুত্তর দেননি বলে দাবি ঈদন বিবির। এই ঘটনায় কালিয়াচক ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সুব্রত মল্লিক জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত করে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।