নিজস্ব প্রতিবেদন: আমফানের ক্ষয়ক্ষতি সামাল দিয়ে এক্ষুনি রাজ্যেকে ১ হাজার কোটি টাকা সাহায্য দেওয়া হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বসিরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে এমনি প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী মোদী। শুধু তাই নয়, মৃতদের নিকট আত্মীয়কে ২ লাখ টাকা ও গুরুতর আহতদের ৫০,০০০ টাকা সাহায্য দেওয়া হবে।



আরও পড়ুন-সরাসরি দুর্গতদের হাতে টাকা দেবার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন দিলীপ ঘোষ


# এদিন বসিরহাটে প্রশাসনিক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে ও কেন্দ্র দুর্গত মানুষদের পাশে রয়েছে।


# আশু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ১ হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।


# পশ্চিমবঙ্গের ভাই-বোনদের বলছি, এই কঠিন সময়ে কেন্দ্র আপনাদের পাশে রয়েছে।


# সাইক্লোন আমফান কতটা ক্ষতি করেছে তার খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় দল আসবে। ত্রাণ ও পুনর্গঠনের দিকে নজর দেওয়া হবে।



# আমরা চাই পশ্চিমবঙ্গ এগিয়ে যাক।


# মৃতদের নিকট আত্মীয়দের ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর আহতদের ৫০,০০০   টাকা দেওয়া হবে।



আরও পড়ুন-আসছে স্বরাষ্ট্র দল,চালের ব্যবস্থা কেন্দ্রের, অতিরিক্ত ৪ কোম্পানি NDRF      


# কোভিডের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আবার আমফানে ক্ষতিগ্রস্থদের সরিয়ে নিয়ে যেতে হবে। এরকম এক অবস্থায় মমতাজির নেতৃত্ব রাজ্য সরকার ভালো কাজ করেছে। এই কঠিন সময়ে আমরা ওদের পাশে আছি।