ইয়াসে ক্ষতিগ্রস্ত ১১৪টি দোকান মেরামত করে তুলে দেওয়া হল দিঘার ব্যবসায়ীদের হাতে
এদিন দিঘায় ওইসব ব্যবসায়ীদের হাতে দোকানের চাবি তুলে দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক
নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় ইয়াস-এ তছনছ হয়ে গিয়েছিল দিঘা। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দেখে এসেছিলেন সেই ধ্বংসলীলা। যুদ্ধকালীন তত্পরতায় সৈকত মেরামতির নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি যে সমস্থ দোকান ভেঙে গিয়েছে তা মেরামতির নির্দেশ দেন।
আরও পড়ুন-কৃষ্ণনগরে অ্যাসিড হামলায় গ্রেফতার মূল অভিযুক্ত
বৃহস্পতিবার দিঘায় ১১৪ জন দোকান মালিকের হাতে মেরামত করা দোকানের চাবি তুলে দেওয়া হয়। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয় ৫২টি ভ্রাম্যমান দোকান তুলে দেওয়া হয় ছোট ব্যবসায়ীদের হাতে। নবান্ন থেকে ভার্চুয়ালি ওই অনষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- 'রাজ্যে শাসকের আইন চলছে', হাইকোর্টে কড়া রিপোর্ট মানবাধিকার কমিশনের
এদিন দিঘায় ওইসব ব্যবসায়ীদের হাতে দোকানের চাবি তুলে দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। জেলা শাসক এদিন বলেন, ভ্রাম্যমান দোকানের জন্য যাঁরা আবেদন করেছেন তাদের পরে তা দেওয়া হবে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)