নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় ইয়াস-এ ক্ষয়ক্ষতির আবেদন করার জন্য রাজ্য সরকার শুরু করেছে দুয়ারে ত্রাণ শিবির। এখানে এসে মানুষজন জানিয়ে যাচ্ছেন ঘূর্ণি ঝড় ও জলচ্ছ্বাসে তাদের ক্ষয়ক্ষতির কথা। গত ৩ জুন থেকে শুরু হওয়া দুয়ারে ত্রাণ শিবিরে জমা পড়ছে আজব সব আবেদন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সবং(Sabang) ৪ নম্বর ব্লকের দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ত্রাণ শিবিরে অদ্ভূত আবেদন জমা পড়েছে। আবেদনকারীর নাম তাপস কর। তিনি তাঁর আবেদনে লিখেছেন, 'গত ২৬ মে ইয়াস ঝড়ে আতঙ্কে আমার একটি ছাগল মারা গিয়েছে। ওই ছাগলের জন্য যাতে ক্ষতিপূরণ পেতে পারি তার জন্য আবেদন করছি।'


আরও পড়ুন-Centenary of Viswabharati: কবির 'শিক্ষাতীর্থ' নিয়ে স্মৃতি-কথা-গানের অঞ্জলি


ওই আবেদনপত্রটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। শুধুমাত্র ছাগলের জন্য ক্ষতিপূরণের জন্যই আবেদন করা হয়েছে তা নয় ,পুকুরের মাছ নষ্ট হওয়ার জন্যও ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সবং ব্লকের বিলকুয়া গ্রামের বাসিন্দা রামাপদ জানা তাঁর আবেদনে লিখেছেন, ঘূর্ণিঝড়ে(Yaas) তাঁর পুকুরের ৩,০০০০০০০ টাকার মাছ মারা গিয়েছে।


এ প্রসঙ্গে যোগাযোগ করা হয় আতঙ্কে ছাগল মারা যাওয়ার আবেদনকারী তাপস করের সঙ্গে। তাঁর সরল স্বীকারোক্তি, ‘আমার ঘর বাড়ির তেমন কিছু ক্ষয় ক্ষতি হয়নি। গোয়ালের বাইরে ছাগলটি বাঁধাছিল। ঝড়ের সময় ভয়ে মারা গেছে। সরকার ক্ষতিপূরণ দেবে শুনে বিডিও’র কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদনও করেছি।’ছাগল আতঙ্কে মারা গেছে ওটা ভুলে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে।


আরও পড়ুন-'বুথের দরজা ও ব্ল্যাকবোর্ডে গুলিরই চিহ্ন', শীতলকুচিকাণ্ডে CID-কে জানাল ফরেনসিক টিম  


ওই ধরনের মজার আবেদনের কথা স্বীকার করেছেন সবংয়ের বিডিও তুহিনশুভ্র মহান্তি। তিনি বলেন, নানা রকমের আবেদন জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখার পরই ক্ষতিপূরণ ঠিক করা হবে।


সবং পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, কোলন্দার তাপস কর ইয়াস ঝড়ের আতঙ্কে ছাগল মারা যাওয়ায় জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। বিলকুয়ার রামপদ জানা মাছ মরার জন্য ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন। আসলে গ্রামের সাধারণ লোক। ৩ এর পর কটা শূন্য দিলে কত টাকা হয় তা বুঝতে পারেনি। বা অন্য কেউ হয়তো আবেদন লিখে দিয়েছে। তবে যে যাই আবেদন করুন। আমরা বলেছি, বিডিও তাঁর লোকজন দিয়ে তদন্ত করে দেখার পর ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা তৈরি করুন। ভুয়ো নাম যেন না থাকে।’


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)