বরুণ সেনগুপ্ত: মারধর ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর আভিযোগে গ্রেফতার মোহনপুর পঞ্চায়েতের মেম্বার, তৃণমূল নেতা ও প্রসিদ্ধ ‘ডি বাপি বিরিয়ানি’-র কর্ণধার ব্যবসায়ী অনির্বাণ দাস। বিশ্বজিত্‍ দত্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ঘর ভাড়া নিয়ে ছিলেন তিনি। ভাড়ার মেয়াদ শেষ হলেও তিনি ঘর ছাড়ছিলেন না। এই নিয়ে তার সঙ্গে বচসা হয়।অভিযোগ সেই সময় অনির্বাণ, বিশ্বজিত্‍ দত্তকে মারধর করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Book Now Pay Later: 'টিকিট কেটে নিন আগে, টাকা মেটাবেন পরে', চমকপ্রদ পরিষেবা রেলের


অনির্বাণ প্রথমে ধাক্কাধাক্কি ও পরে মারধর করেন ওই ব্যক্তিকে। আরও অভিযোগ, অনির্বাণ তাঁরই সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীর কাছ থেকে বন্ধুক নিয়ে তাকে ভয় দেখায়। অভিযোগ হয় মধ্যমগ্রাম থানায়। এরপর অনির্বাণকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিস। মোহনপুর পঞ্চায়েত প্রধান নির্মল করের দাবি, যেটা হয়েছে সেটা রাজনৈতিক কোনও ঘটনা নয়। তবে মারপিট করাটা অন্যায়, খোঁজ নেওয়া হবে। 


এরপরই ডি বাপি বিরিয়ানির মালিকের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন বিশ্বজিৎ দত্ত। তার জেরেই এ দিন গ্রেফতার হতে হল অনির্বাণকে। তাঁর নিরাপত্তারক্ষীর খোঁজ চলছে। যদিও অনির্বাণের পরিবার আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকির অভিযোগ অস্বীকার করেছেন। অনির্বাণের পরিবারের পক্ষ থেকে দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে গোডাউন ভাড়া নেওয়া ছিল। তবে বাড়ির মালিক বলেছিলেন, ঘর দিলেও শৌচাগার দেবেন না। তা নিয়েই বচসা হয়। 



আরও পড়ুন, Midnapur Shocker: পথের কাঁটা নিজেরই সন্তান, নির্মম অত্যাচারে আধমরা করে মাঠে ফেলে দিয়ে এল গৃহবধু-নতুন স্বামী, তারপর...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)