নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১৮ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে এই খবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কঠিন আর্থিক পরিস্থিতিতেও মহার্ঘ ভাতা দেওয়া হল। এর ফলে রাজ্য সরকারের বছরে ৫,০০০ কোটি টাকা বেশি খরচ হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে লাগু হবে বর্ধিত মহার্ঘ ভাতা। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ৯০ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মিটে গেল বলে দাবি করেছেন তিনি।   


জামাই ষষ্ঠীতে ইলিশ কিনে ঠকলেন না তো? জেনে নিন ডায়মন্ড হারবারে কত করে বিক্রি হল ইলিশ


দীর্ঘ দিন ধরে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মীরা। চলতি বছরের শুরুতে রাজ্য সরকারি কর্মীদের ১০ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছিল সরকার।