নিজস্ব প্রতিবেদন:  দিনেদুপুরে গোল্ড লোন সংস্থায় নিরাপত্তারক্ষীকে গুলি করে ডাকাতি। ঘটনাটি ঘটেছে বর্ধমানের বিসি রোডে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম হীরামন মণ্ডল।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হীরামন পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের বাসিন্দা হলেও কর্মসূত্রে সরাইটিকরে থাকেন। অনান্য দিনের মতো এদিনও কাজে যান তিনি। অভিযোগ, দুপুরে ওই গোল্ড লোন সংস্থার অফিসে ছয় যুবক বাইকে আসে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ওই দুই যুবকের কাছে বন্দুক ছিল, তা দেখে ফেলে চিত্কার করেন হীরামন, তাতেই গুলি চালায় তারা।

এরপর সংস্থার অন্যান্য কর্মীদের বেঁধে নীলডাউন করে রেখে লুঠ চালায়। গোল্ড সংস্থার এক কর্মী পলাশ মণ্ডল বলেন, “৬ জন দুস্কৃতী হাতে রিভলবার নিয়ে ঢোকে। সংস্থার কর্মীদের প্রথমে মারধর করে একজায়গায় আটকে রেখে অবাধে লুঠপাট চালায়। ৩০.৫ কেজি সোনা নিয়ে পালিয়ে যায় তারা”

আরও পড়ুন: লকডাউন কলকাতার এই নামী সঙ্গীতশিল্পীকে পথে বসাল, ফুটপাতে দুধ পাউরুটি বিক্রি করে চলছে সংসার!


ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। তিনি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রতিটি রাস্তায় নাকা তল্লাশি করা হচ্ছে। জেলার প্রতিটি থানার আইসি বা ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে দুস্কৃতীরা পালিয়ে যেতে না পারে।“