নিজস্ব প্রতিবেদন : স্কুলের ভিতর দুঃসাহসিক ডাকাতি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে নয়াবাদ হাইস্কুলে। ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। স্কুলের নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে লুটপাট চালায় ডাকাত দল। ওই দলে প্রায় ১০ জন মতো দু ছিল। নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে স্কুলের ভিতর প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ধরে লুটপাট চালায় ডাকাতদল। স্কুলে ১২টি আলমারি ছিল । সব আলমারি ভেঙে ফেলে ডাকাতদল। আলমারি ভেঙে নগদ ৩৯ হাজার লুট করে চম্পট দেয় ডাকাত দলটি।


এদিন স্কুলে ঢুকতেই বিষয়টি প্রথমে চোখে পড়ে মেট্রনের। তাঁর কাছ থেকে বিষয়টি জানতে পারেন প্রধান শিক্ষক। এরপরই এই বিষয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষ। খবর পেয়ে স্কুলে আসে বিশাল পুলিসবাহিনী। ডাকাটির ঘটনায় তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিস।


আরও পড়ুন, বুলবুলের ক্ষতিপূরণের টাকা চাইতে যান গৃহবধূ! বাংলোয় তুলে নিয়ে গিয়ে 'ধর্ষণ' তৃণমূল কর্মীর


আরও পড়ুন, বর্ধমান স্টেশনের বিপর্যস্ত অংশ না সারিয়েই রঙের প্রলেপ, ফের ক্ষোভের মুখে কর্তৃপক্ষ


ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিস। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্কুলের নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে এভাবে ডাকাতির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষরা। তাঁরা অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবি করেছে।