বরুণ সেনগুপ্ত: শিক্ষাঙ্গনে ফের শিক্ষিকার অমানবিক মুখ! ক্লাসে শিস দেওয়ার অপরাধে ছাত্রের মাথার চুল কাটলেন প্রধান শিক্ষিকা! ৭ জন ছাত্রের মাথার চুল কেটে দিলেন প্রধান শিক্ষিকা। শিক্ষাঙ্গনে এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রধান শিক্ষিকা কাঁচি দিয়ে ৭ ছাত্রের মাথার চুল কেটে দেন বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত ছাত্ররা। প্রধান শিক্ষিকার এই অমানবিকতায় সরব হয়েছেন ছাত্রের অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বরের আড়িয়াদহ কালাচাঁদ স্কুলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, দক্ষিণেশ্বরের আড়িয়াদহ কালাচাঁদ স্কুলে তখন নবম শ্রেণিতে ভৌতবিজ্ঞানের ক্লাস চলছিল। অভিযোগ, শিক্ষিকার পড়ানোর সময়ই ক্লাসের মধ্যে শিস দেওয়ার ঘটনাটি ঘটে। সেইসময় ওই ক্লাসের যিনি শিক্ষিকা ছিলেন, তিনি জানতে চান কোন ছাত্র এই আওয়াজ করে? কোনও সুনির্দিষ্ট উত্তর না পেয়ে, তারপরই সন্দেহবশত ৭ জন ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদারের ঘরে নিয়ে যান ওই শিক্ষিকা। প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদারও জানতে চান যে, কোন ছাত্র ক্লাসে শিষ দিয়েছে? তারপরই সন্দেহের বশে ওই ৭ জন ছাত্রের মাথার চুল প্রধান শিক্ষিকা নিজে হাতে কাঁচি দিয়ে কেটে দেন। 


এমনই অভিযোগ আলমবাজার এলাকার ছাত্র সায়ন্তন মান্নার পরিবারের লোকেদের। ক্লাসে শিস দেওয়া নিঃসন্দেহে গুরুতর অপরাধ। কিন্তু কে ওই কাজ করেছে, তা না জেরেই শুধু সন্দেহের বশে এহেন শাস্তি দেওয়া যায় কি? বা ছাত্রের মাথার চুল কেটে নেওয়ার মত কাজ কি কখনও শাস্তি হতে পারে? উঠছে প্রশ্ন। প্রশ্নের মুখে দক্ষিণেশ্বরের আড়িয়াদহ কালাচাঁদ স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদারের ভূমিকাও। অভিভাবকদের স্পষ্ট বক্তব্য, শাস্তি অনেকরকমের হতে পারে। কিন্তু এই ধরনের শাস্তি তারা কোনওভাবে মন থেকে মেনে নিতে পারছেন না। তাই প্রধান শিক্ষিকার শাস্তির দাবি জানাচ্ছেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত ছাত্র ও তাদের পরিবার।


উল্লেখ্য, কদিন আগেই ছাত্রীকে শাসনের 'অপরাধে' টান মেরে শিক্ষিকার শাড়ি খুলে দেয় দুষ্কৃতীরা! ছাত্রীকে শাসন করেছিলেন। এটাই নাকি অপরাধ! সেজন্য শিক্ষিকার শাড়ি খুলে নেয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। এই ঘটনায় প্রাক্তনীরা স্কুলে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার নিন্দায় সরব হয় সবমহল। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানায়। 


আরও পড়ুন, Visva Bharati University: বিতর্কের প্যাঁচে বিশ্বভারতী, ডিপার্টমেন্ট থেকেই 'লোপাট' মার্কশিট!


Arpita Mukherjee, Bengal SSC Scam News: অডি-মার্সিডিজ সহ অর্পিতার ৪ 'টাকাবোঝাই' গাড়ি ঘিরে রহস্য! ৩ অ্যাকাউন্টেও প্রায় আড়াই কোটি...


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)