দক্ষিণেশ্বরে তাণ্ডবের ঘটনায় এখনও সূত্র হাতড়াচ্ছে পুলিস
তবে প্রশ্ন উঠছিল কে এই টারজান? গোটা বিষয়টি পরিষ্কার হয় ধৃতের বাবা গিয়ে বরানগর থানায় উপস্থিত হলে।
নিজস্ব প্রতিবেদন: দক্ষিণেশ্বরে তাণ্ডব চালানোর অভিযোগে এক সন্দেহভাজনকে আটক করল বরানগর থানার পুলিস। জেরায় জানা গিয়েছে, এই ব্যক্তির নাম টারজান। বুধবার সকালে তিনিই তলোয়ার হাতে দক্ষিণেশ্বরে উন্মত্তের মতো দাপাদাপি করেছেন বলে প্রাথমিকভাবে মনে করেছিল পুলিস।
আরও পড়ুন: কনে সেজে তৈরি, ৫ বছর প্রেমের পরও ছাদনাতলায় এলেন না পাত্র !
বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই দক্ষিণেশ্বরে হাজির হয় বরানগর থানার পুলিস। সকালে ‘জয় মা’ধ্বনি তুলে, তলোয়ার নিয়ে ৫ জনকে কুপিয়ে ততক্ষণে দক্ষিণেশ্বর থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত। স্থানীয়দের কাছ থেকে বর্ণনা শুনে টারজানকে আটক করে পুলিস। যদিও প্রথম থেকেই স্থানীয়রা আটক হওয়া ব্যক্তি প্রকৃত অভিযুক্ত নয় বলেই দাবি করেছিলেন। তবে প্রশ্ন উঠছিল কে এই টারজান? গোটা বিষয়টি পরিষ্কার হয় ধৃতের বাবা গিয়ে বরানগর থানায় উপস্থিত হলে।
আরও পড়ুন: 'জয় মা' বলে তলোয়ার হাতে তাণ্ডব, রক্তাক্ত দক্ষিণেশ্বর
জানা যায়, টারজান বরানগর এলাকারই বাসিন্দা। কয়েক বছর আগে ওই এলাকাতেই একটি চটকলে কাজ করতেন তিনি। কিছুদিন আগে কাজ হারায় সে। টারজানের বাবার দাবি, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। কয়েক মাস ধরে তাঁর চিকিত্সাও চলছে। তবে অর্থের অভাবে যথাযথ চিকিত্সা সম্ভব হচ্ছে না। টারজানের হাবভাবও স্বাভাবিক নয় বলেই জানিয়েছে পুলিস।
কিন্তু এসবের মাঝেও ধন্দ রয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে প্রকৃত অভিযুক্ত তবে কোথায়? কেনই বা টারজানকে ধরল পুলিস?
আরও পড়ুন: জাতীয় সড়কে চাঁদার জুলুমবাজির প্রতিবাদে রুদ্রমূর্তি রূপার, দেখুন