ওয়েব ডেস্ক : মোর্চার কর্মসূচি ঘিরে ফের রণক্ষেত্র পাহাড়। রণক্ষেত্র সিংমারি এলাকা। ধুন্ধুমার লেবং কার্ট রোডে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ বিভিন্ন জায়গা থেকে মিছিল করে পাতলেবাসে যাওয়ার কর্মসূচি ছিল মোর্চার। কর্মসূচি অনুযায়ী সিংমারিতে প্রথমে এসে পৌঁছায় নারী মোর্চার একটি মিছিল। এরপরই সেখানে এসে পৌঁছায় যুব মোর্চার মিছিল। মিছিল আটকায় পুলিস। মিছিল আটকাতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল সিংমারি।


খণ্ডযুদ্ধ বেঁধে যায় মোর্চা সমর্থক ও পুলিসের মধ্যে। পুলিসকে উদ্দেশ করে ইটবৃষ্টি শুরু করে মোর্চা সমর্থকরা। গুলতিতে করে পাথর ছুঁড়তেও দেখা যায় তাদের। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিস কর্মী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। পুলিসে গাড়িতে আগুন লাগিয়ে দেয় মোর্চা সমর্থকরা।



অন্যদিকে, চকবাজারেও মিছিল আটকেছে পুলিস। মিছিল আটকাতেই শুরু হয়ে যায় বাদানুবাদ। গত ৮ জুন থেকেই দফায় দফায় উত্তপ্ত পাহাড়। মোতায়েন রয়েছে সেনা, আধা সামরিক বাহিনী। আজ মোর্চার একটি বৈঠক কর্মসূচিও রয়েছে।


আরও পড়ুন, গোর্খাল্যান্ড আন্দোলনে এবার সরাসরি মোর্চার পাশে GNLF