নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিনের পরিচয়, বন্ধুত্ব, প্রেম। পরিণয়ে পরিণতিও পায় সেই প্রেম। কিন্তু কে বুঝেছিল, বিয়ের দু’মাসের মাথায় কয়েকদিনের মধ্যেই মর্মান্তিক পরিণতি হবে এই বিয়ের! গায়ের রং পছন্দ না হওয়ায় স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। কালনার স্কুলপাড়ার এই ঘটনায় ফের নগ্ন হল রাজ্যে ঘরোয়া হিংসার নগ্ন ছবিটা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  দ্বিতীয়বারও মেয়ে হল বউমার! তাই বড় নাতনির মাথা ফাটাল দাদু
বাবা-মায়ের হয়তো মনে হয়েছিল প্রথমেই। তাই এই বিয়েতে মত ছিল না। কিন্তু কালনার স্কুলপাড়ার অরিজিত্ দাসে মন মজেছিল সুনন্দার। তাই দু’মাস আগে বাড়ি থেকে পালিয়ে অরিজিত্ক-এ বিয়ে করেছিলেন সুনন্দা।  বিয়েতে মত ছিল না ছেলের পরিবারেরও। বাড়ির অদূরেই ঘর ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। 


আরও পড়ুন: চলন্ত ট্রেনের এসি কামরায় ছাত্রীর শ্লীলতাহানি
সুনন্দার বাপেরবাড়ির অভিযোগ, মঙ্গলবার সকালে তাঁদেরকে ফোন করে অরিজিত জানান, সুনন্দা অসুস্থ। খবর পেয়েই তাঁদের ভাড়া বাড়িতে যান সুনন্দার বাবা-মা। বিছানায় সুনন্দার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। পাশে রাখা একটি বালিশে রক্তের দাগ দেখে, তাঁদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিসে। অভিযোগ, মেয়ের গায়ের রঙের জন্যই জামাই তাঁকে শ্বাসরোধ করে খুন করেছেন। 
ঘটনার পর পালিয়ে যান অরিজিত্। পরে এলাকা থেকেই পুলিস তাকে আটক করে। খুনের আসল কারণ খতিয়ে দেখছে পুলিস।