Digha: দিঘায় ফের মৃত ডলফিন উদ্ধার! কেন বারবার ডলফিন মারা যাচ্ছে?
Digha: এই ভাবে বারেবারে দিঘার সমুদ্রে মৃত ডলফিন উঠার খবরে চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়। কী কারণে এক সংখ্যক ডলফিনের মৃত্যু ঘটছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ব মেদিনীপুর জেলার ওল্ড দিঘার সি হক ঘোলাঘাটে শুক্রবার মৃত ডলফিন উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দাদের মারফত খবর পেয়ে দিঘা বন দফতরের কর্মীরা ওই ডলফিনটিকে উদ্ধার করেন।
আরও পড়ুন: Bangladesh: আবহাওয়া দফতর নির্দ্বিধায় জানাল, মে মাসেই বৃষ্টি! শেষ হতে চলেছে কষ্টের দিন...
বন দফতর সূত্রে জানা যায়, মৃত ডলফিনের ময়নাতদন্ত হবে, তার পর বালিতে পুঁতে দেওয়া হবে। বন দফতরের প্রাথমিক অনুমান, ডলফিনটি দলছুট হয়ে কোনও ভাবে আঘাত পেয়েছে আর তাতেই এর মৃত্যু হয়েছে।
এই ভাবে বারেবারে দিঘার সমুদ্রে মৃত ডলফিন উঠার খবরে চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়। কী কারণে এক সংখ্যক ডলফিনের মৃত্যু ঘটছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত পাঁচ বছরে প্রায় ৩১ টি মৃত বা অর্ধ মৃত ডলফিন উদ্ধার হয়েছে।
এক সপ্তাহ আগেই দিঘার সমুদ্রতটে গভীর সমুদ্রের বিরল প্রজাতির ডলফিন উদ্ধার হয়েছিল। যথারীতি সেটিকে দেখতে ভিড় জমিয়েছিলেন পর্যটকেরা। তবে, ডলফিনটিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। বনকর্মীরা গভীর সমুদ্রের বিরল প্রজাতির ওই ডলফিনটিকে উদ্ধার করেছিলেন। প্রশাসনসূত্রের খবর, এ যাবৎ যতগুলি ডলফিন উদ্ধার হয়েছে, মৃত অথবা জীবিত, তার মধ্যে এই প্রজাতির ডলফিন কখনও পাওয়া যায়নি! একেবারে গভীর সমুদ্রের নীল জলে বসবাস করে এরা। আশ্চর্য ভাবে এদের গায়ের রংও নীল! এরা লম্বায় সাড়ে পাঁচ ফুট, এদের ওজন প্রায় ৯৫ কেজির মতো! বিশেষজ্ঞেরা বিরল প্রজাতির এই ডলফিনটিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন বলে জানা গিয়েছিল।
আরও পড়ুন: Food Insecurity: ২৮ কোটির বেশি মানুষ অনাহারে! খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে সারা বিশ্ব...
দিঘার সমুদ্রসৈকতেই শুধু নয়, নিউ দিঘা থেকে হলদিয়া পর্যন্ত ৭৮ কিলোমিটার উপকূলে ইদানীং যত্রতত্র হামেশাই মৃত বা অর্ধ মৃত ডলফিন উঠছে। এবং তা বিগত দু'বছর ধরে একটু বেশিই দেখা যাচ্ছে।