বরফ গলল না শুভেন্দু-সৌগতর বৈঠকে, ফের আলোচনার সম্ভাবনা
তবে এনিয়ে প্রকাশ্য কিছু বলতে সম্মত হননি সৌগত রায়
নিজস্ব প্রতিবেদন: রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী শেষপর্যন্ত কোন পথে হাঁটবেন তা অমীমাংসিতই রইল। সোমবার সৌগত রায়ের সঙ্গে তাঁর দেড় ঘণ্টার বৈঠকে কোনও সমাধান সূত্র বেরিয়ে এল না। এমনটাই সূত্রের খবর। তবে এনিয়ে প্রকাশ্য কিছু বলতে সম্মত হননি সৌগত রায়।
আরও পড়ুন-কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ পার
কয়েকদিন আগেই দলের সঙ্গে মনোমালিন্য নিয়ে শুভেন্দুর সঙ্গে আলোচনায় বসেছিলেন সৌগত রায়। সেবারও কোনও সমাধান সূত্রে বেরিয়ে আসেনি। রাজ্যের বিভিন্ন সভায় একাধিক ইঙ্গিতবাহী মন্তব্য করছিলেন তিনি। সোমবার ফের একদফা বৈঠক হল সৌগতর সঙ্গে। তাতেও কোনও রফা হল না। তবে নিয়ে ফের আলোচনা হবে বলে সূত্রের খবর।
এদিনের বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনও পক্ষই কিছু বলতে নারাজ। তবে সূত্রের খবর, দলে কাজের স্বাধীনতার কথা তুলেছেন নন্দীগ্রামের বিধায়ক। পাশাপাশি দল পরিচালনা নিয়েও কথা তুলেছেন শুভেন্দু।
আরও পড়ুন-মিমের ভরসা আছে তৃণমূলের উপরে; বাংলার মানুষের নেই, বললেন দিলীপ ঘোষ
কি আলোচনা হল?
Zee ২৪ ঘন্টাকে সৌগত রায় জানান, মিটিং হয়েছে, এর বেশি কিছু বলব না। আলোচনা হয়েছে। এ ব্যাপারে দলনেত্রীকে জানাব। শুভেন্দুর বক্তব্য কী! এনিয়ে দলেই রিপোর্ট করব।
উনি কি শর্ত কিছু দিয়েছেন? সৌগত বলেন, না, কিছু না।
শুভেন্দুর সঙ্গে মনোমালিন্য কাটার ব্যাপারে আপনি কি আশাবাদী? সৌগত রায়ের উত্তর, আমি নিরাশাবাদী নই।
শুভেন্দুর মনে কি কোনও ভুল বোঝাবুঝি বা কষ্ট রয়েছে?
সৌগত রায় বলেন, ভুল বোঝাবুঝি তো নিশ্চয়ই আছে।
এনিয়ে কি আবারও মিটিং করবেন? সৌগত রায় বলেন, হতেই পারে। সেটা এখনও ঠিক হয়নি।
দলনেত্রীকে আগামিকাল জানাবেন?
সৌগত রায় বলেন, উনি তো বাঁকুড়ায় গিয়েছেন, আগে ফিরুন।