মিমের ভরসা আছে তৃণমূলের উপরে; বাংলার মানুষের নেই, বললেন দিলীপ ঘোষ

সোমবারই তৃণমূলের তিন হেভিওয়েট নেতাকে নোটিস পাঠিয়েছে ইডি। এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন, ইডির নোটিস আগেও এসেছে। পরেও আসবে

Reported By: অঞ্জন রায় | Updated By: Nov 23, 2020, 09:50 PM IST
মিমের ভরসা আছে তৃণমূলের উপরে; বাংলার মানুষের নেই, বললেন দিলীপ ঘোষ
ছবি-নিজস্ব

নিজস্ব প্রতিবেদন: করোনা টিকার ট্রায়াল, তৃণমূল নেতাদের ইডির নোটিস, রাজ্যের মিম-এর উত্থান সহ একাধিক বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার সন্ধেয় মেদিনীপুর শহরের কেরানিতলায় হিন্দু যুব বাহিনীর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে আসেন রাজ্য বিজেপির সভাপতি। বক্তব্যের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি।

আরও পড়ুন-'আকাশ থেকে নেমে দুয়ারে যেতে যেতে নির্বাচন ঘোষণা হয়ে যাবে', নয়া প্রকল্পকে কটাক্ষ সায়ন্তনের

প্ৰধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা টিকা সংক্রান্ত বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্র টাকা দিচ্ছে করোনার টিকার জন্য। সাগরদত্ত মেডিকেল কলেজে টিকার ট্রায়ালের কথা থাকলেও মমতা নাম পাঠাতে পারেননি। সারা দেশের মানুষ টিকা পাবেন কিন্তু বাংলার মানুষ পাবেন না। তাঁদের জীবনের ঝুঁকি কিসের জন্য, কার জন্য? মমতা কি চান না বাংলার মানুষ সুস্থ থাকুন?

এদিন রাজ্যে মিম ও তৃণমূল জোটের অভিযোগও তেলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মিম মনে করছে তাদের কাজটা তৃণমূল করে দেবে। তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করে। তাই মিম তৃণমূলের হাত ধরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন "কেউ টাকা দিতে এলে নিয়ে নাও, ভোট দিওনা"। মমতা সবসময় টাকা টাকা করেন। তাই টাকার কথাই বলেছেন তিনি। অথচ কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মাননিধি প্রকল্পের ৬ হাজার টাকা তিনি মানুষকে পেতে দিচ্ছেন না। আয়ুষ্মান প্রকল্পের ৫ লক্ষ টাকার সুবিধা পেতে দিচ্ছেন না।

আরও পড়ুন- বিরসা মুন্ডার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমবারই তৃণমূলের তিন হেভিওয়েট নেতাকে নোটিস পাঠিয়েছে ইডি। এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন, ইডির নোটিস আগেও এসেছে। পরেও আসবে। মানুষ দেখেছে টাকা নিতে। এর জবাব দিতে হবে সাধারণ মানুষকে। আদর্শের জোরে লড়ে ভারতীয় জনতা পার্টি, কর্মীদের মনোবল নিয়ে ২০২১ এ ক্ষমতায় আসবে বিজেপি সরকার।

.