কিরণ মান্না: দিঘার হোটেল থেকে মহিলার দেহ উদ্ধার। বর্ষবিদায় এবং বর্ষবরণের রাতে এই মহিলা পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় সৈকতনগরী দিঘায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Volcanic Eruption: ২০২৫ কি আদৌ ভালো যাবে? এমন ভয়ংকর বিপর্যয় ঘটবে যে, হারিয়ে যাবে আস্ত একটা ঋতুই!


এটি খুন, নাকি আত্মহত্যার ঘটনা, সেই নিয়ে তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিস। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম প্রীতি কর। বয়স ১৯ বছর। স্বামীর নাম প্রীতম ঠাকুর। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান হিরাপুর থানার বাসিন্দা প্রীতম ঠাকুর তাঁর স্ত্রী প্রীতি করকে নিয়ে নিউ দিঘার এক হোটেলে উঠেছিলেন। মাত্র মাসছয়েক আগে তাঁদের বিয়ে হয়েছে। রাত আড়াইটের সময়ে এই দম্পতির রুম থেকে চিৎকার শুনে হোটেলকর্মীরা ছুটে যান সেখানে। গিয়ে দেখেন প্রীতিদেবী অচৈতন্য অবস্থায় খাটের উপর পড়ে রয়েছেন। তাঁকে তড়িঘড়ি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান হোটেলকর্মীরাই। হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে দিঘা থানায় আনা হয়েছে। মাত্র ছ'মাস আগে বিয়ে! তারপরে হঠাৎ এমন ঘটনা ঘটল। কেন ঘটল? কী ভাবে ঘটল? এখন সেই রহস্য উদ্ধারের চেষ্টাই করছে পুলিস। প্রীতমের একটি সেলুন রয়েছে। ইতিমধ্যে ওই মহিলার বাবার কাছে খবরও পাঠিয়েছে দিঘা থানার পুলিস।


আরও পড়ুন: Horoscope 2025: ২০২৫ সাল জুড়ে টাকা-পয়সা ও ধনসম্পদে ফুলে-ফেঁপে উঠবে কোন কোন রাশি? জেনে নিন, কাদের উপর শনি-মঙ্গল-বুধের অপার কৃপা...


সম্প্রতি বর্ষবিদায় ও বর্ষবরণকে ঘিরে দিঘায় নানা ব্যবস্থা গ্রহণের কথা জানা গিয়েছিল। দিঘায় বেড়াতে এসে বাড়তি ভাড়া দেওয়া ইত্যাদি-সহ যে নানা অসুবিধার সম্মুখীন হন পর্যটকেরা, সেগুলি এবার দূর করা হবে। মন্দারমনি জুড়ে হোটেলগুলি নিয়ে বিস্তর টানাপড়েনের ফলে ডিসেম্বরের ছুটিগুলিতে পর্যটকদের ভিড় দিঘাতেই আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে দিঘা প্রশাসন আগেভাগেই বিশেষ ব্যবস্থা নিচ্ছিল বলে জানা গিয়েছিল। থার্টিফার্স্ট ডিসেম্বর মানেই, পর্যটকদের কাছে কাছেপিঠের ডেস্টিনেশন দিঘার আকর্ষণ তুঙ্গে। এবার সেটা আরও অনেক বেশি। মঙ্গলবার বিকেলের মধ্যেই দিঘায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল। দিঘায় প্রায় সমস্ত হোটেলের বুকিং শেষের দিকে ছিল। দিঘা জুড়ে মঙ্গলের রাতে ছিল বর্ষবিদায়ের নানা অনুষ্ঠান। আজ, ১ জানুয়ারি রয়েছে বর্ষবরণের নানা অনুষ্ঠান। আর তারই মধ্যে এই অঘটন।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)