Volcanic Eruption: ২০২৫ কি আদৌ ভালো যাবে? এমন ভয়ংকর বিপর্যয় ঘটবে যে, হারিয়ে যাবে আস্ত একটা ঋতুই!
Massive Volcanic Eruption: বিজ্ঞানীরাই বলেছেন, বিজ্ঞান অনেক উন্নত হলেও এবং অনেক উন্নত যন্ত্রপাতি এসে গেলেও ঠিক কবে কোথায় ভূমিকম্প হবে বা কখন কোথায় অগ্ন্যুৎপাত হবে, তা আগাম বলা সম্ভব নয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জলবায়ুর ক্রমাগত পরিবর্তন শুধু হিমবাহই নয়, আগ্নেয়গিরিগুলিকেও ব্যাপকভাবে প্রভাবিত করছে। জলবায়ু বদলে গেলে অগ্ন্যুৎপাত বাড়বে, তা অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ না থেকে বড় আকারে ছড়িয়ে পড়বে। তা থেকে নানা ক্ষয়ক্ষতিও ঘটবে। এবং ওই অসম্ভব অগ্ন্যুৎপাত তখন জলবায়ুকে নতুন করে প্রভাবিত করবে। সব মিলিয়ে নতুন বছরে এবং তার পরবর্তী সময়ে পৃথিবীর জলবায়ু নিয়ে গভীর উদ্বেগের কারণ থাকছেই।
1/6
আতঙ্ক
2/6
ছাপিয়ে যাবে ভয়াবহতা
photos
TRENDING NOW
3/6
গ্যাস, ধুলোকণা এবং পাথর
4/6
হারিয়ে যেতে পারে গ্রীষ্ম
5/6
লাভার পাহাড়, লাভার নদী
6/6
জেগে উঠতে পারে আগ্নেয়গিরি
ক্রমবর্ধমান উষ্ণতার কারণে হিমবাহের বরফের স্তর গলে যাওয়ায় ম্যাগমা চেম্বারগুলির উপর চাপ কমে যেতে পারে। ফলে ঘন ঘন অগ্ন্যুৎপাত ঘটতে পারে। এর উপর রয়েছে অন্য কারণও। তীব্র বৃষ্টিপাত বা অন্য কিছুর ফলে যদি কোনও অবাঞ্ছিত পদার্থ ভূগর্ভে ঢুকে পড়ে এবং তা ভূগর্ভস্থ ম্যাগমার সঙ্গে মিশে কোনও বিক্রিয়া করে, তার ফলেও আগ্নেয়গিরি জেগে উঠতে পারে।
photos