জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya) এক ডাকে সকলে চেনেন। তাঁর 'সোশ্যাল মিডিয়া প্রেজেন্স' ও জনপ্রিয়তা প্রশ্নাতীত। রাজনৈতিক মতাদর্শে বিপক্ষকে বিঁধতে তিনি একেবারে ওস্তাদ। হাস্যরসকে হাতিয়ার করে সিপিএম-বিজেপি-কে বিদ্রুপ করতে তিনি এক পা এগিয়েই থাকেন। ফেসবুক মাতিয়ে দেওয়ার মন্ত্র দেবাংশুর খুব ভালো ভাবেই জানা আছে। গ্রাম পঞ্চায়েত ভোটের ফলাফলের দিন দেবাংশু চুপ করে বসে থাকবেন, তা তো আর হতে পারে না। ফল দেখতে দেখতেই দেবাংশু ছড়া বাঁধলেন। তিনি ফেসবুকে লিখলেন, সারের নাম কুৎসা, গালি। আম জনতাই এথায় মালি–/শক্ত শিকড়, তৃণের মূল বাংলা জুড়ে ঘাসের ফুল..জয় জননেত্রী..।' প্রতিবেদন লেখার সময় পর্যন্ত গ্রাম পঞ্চায়েত আসনে তৃণমূল ১০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। বহু মাইল পিছিয়ে রয়েছে বিজেপি এবং বাম-কংগ্রেস জোট।