নিজস্ব প্রতিবেদন : সাতসকালে পুকুর থেকে হরিণ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির মালবাজারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সকালে মালাবাজারের মেটেলি ব্লকের বাতাবাড়ি মসজিদ পাড়া এলাকার একটি পুকুর থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। পুকুরের জলে হরিণটি নিজেই কোনওভাবে পড়ে যায়, নাকি কেউ রাতের অন্ধকারে ফেলে দিয়ে যায় উঠছে সেই প্রশ্ন।


এদিকে, হরিণ উদ্ধার হওয়ার খবর চাউর হতেই ছেলেবুড়োর দল ভিড় জমায় হরিণ দেখতে। স্মার্টফোনের যুগে হরিণের বেশ কয়েকটি ছবি ঝটপট মোবাইলবন্দিও হয়ে যায়। উদ্ধার হওয়া হরিণটি বার্কিং ডিয়ার প্রজাতির।


আরও পড়ুন, নিজের ফ্ল্যাটেই শ্লীলতাহানির শিকার অভিনেত্রী


খবর পেয়ে ধূপঝোরা বিট ও খুনিয়া স্কোয়াড থেকে বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। তাঁরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান। প্রাথমিক চিকিত্সার পর হরিণটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে বলে জানিয়েছেন বনকর্মীরা।