Deganga: হাতুড়ের কাছে গর্ভপাত করাতে গিয়ে মর্মান্তিক ঘটনা, চেম্বারেই মৃত্যু গৃহবধূর
চেম্বারের মালিক স্থানীয় এক তৃণমূল নেতা। এমনটাই দাবি স্থানীয়দের। ঘটনার পর থেকে চেম্বারের মালিক পলাতক
নিজস্ব প্রতিবেদন: হাতুড়ে ডাক্তারের কাছে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হল এক গৃহবধূর। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সুন্দেপুকুর এলাকার ঘটনা। গৃহবধূর মৃত্যুর পরই দোষীদের গ্রেফতারের দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকাবাসী।
মৃতা গৃহবধূর(২৫) বাড়ি বাদুড়িয়ার গোখনা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, চার মাসের গর্ভবতী ছিলেন ওই গৃহবধূ। স্বামী কর্মসূত্রে থাকেন তামিলনাড়ুতে। একটি সন্তান রয়েছে। সম্প্রতি ফের অন্তসত্ত্বা হয়ে পড়ায় গর্ভপাত করানোর সিদ্ধান্ত নেন। যোগাযোগ হয় এক মহিলার সঙ্গে। সেই মহিলায় তাঁকে নিয়ে যান সুন্দেপুকুর এলাকার এক হাতুড়ে ডাক্তারের কাছে।
রবিবার সকালে গর্ভপাত করানোর পর অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ। কিছুক্ষণের মধ্য়েই চেম্বারেই মৃত্যু হয় তাঁর। এতেই উত্তেজিত হয়ে পড়েন পরিবারের লোকজন। স্থানীয়দের দাবি, ওই চেম্বারের দীর্ঘদিন ধরেই বেআইনি ভাবে গর্ভপাত করানো হত। কোনও সরকারী ছাড়পত্র নেই ওই চেম্বারের।
এদিকে চেম্বারের মালিক স্থানীয় এক তৃণমূল নেতা। এমনটাই দাবি স্থানীয়দের। ঘটনার পর থেকে চেম্বারের মালিক পলাতক। পাশাপাশি খোঁজ নেই গৃহবধূকে চেম্বারে নিয়ে যাওয়া মহিলাটিরও। তবে গ্রেফতার করা হয়েছে হাতুড়ে ডাক্তারকে। তাকে জেরা করছে পুলিস। পলাতকদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীরা। ঘটনাস্থলে গিয়েছে দেগঙ্গা থানার বিশাল পুলিস বাহিনী।
আরও পড়ুন-ট্যাংরায় এখনও জ্বলছে গোডাউনের আগুন, তীব্রতা কমলেও ধোঁয়ায় ঢেকে রয়েছে এলাকা