নিজস্ব প্রতিবেদন: শ্রাবণেও বৃষ্টির আকাল দক্ষিণবঙ্গজুড়ে। উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হলেও বৃষ্টি অভাবে দক্ষিণবঙ্গের বহু জেলায় ধান চাষিরা এখনও আশঙ্কায়। এর মধ্যেই আশার কথা শোনাল আবহাওয়া দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জাতীয় মেডিক্যাল কমিশন বিলের প্রতিবাদে আজ দেশজুড়ে চিকিত্সকদের ধর্মঘট


আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ৪ তারিখ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও জেলায়।



আরও পড়ুন-CCD-র কর্ণধারের আত্মহত্যায় দায়ী মোদী সরকার, ফেসবুকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের


আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৪ অগাস্টের আগেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। তবে সেই বৃষ্টির পরিমাণ বেশি হবে না। যেতেতু ৪ তারিখে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সেহেতু মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। যারা আগেই মাছ ধরতে গিয়েছেন তাদের ৩ অগাস্টের মধ্যে ফিরে আসতে অনুরোধ করা হচ্ছে।


বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ওড়িশা ও দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা থাকায় রাজ্যে মিটতে পারে বৃষ্টির খাটতি।