চম্পক দত্ত: সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের উপস্থিতিতে ঘাটাল উৎসব ও শিশু মেলার প্রস্তুতি মিটিংকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে বাঁশ নিয়ে তুমুল মারপিট। ঘটনায় মাথা ফেটে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন,মিটিং এর আগেই ঘটনাস্থল থেকে ফিরে যান ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘাটালের ঐতিহ্যবাহী মেলা ঘাটাল উৎসব ও শিশুমেলা,সেই শিশু মেলা নিয়ে কয়েকদিন আগে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে মিটিং করেছিলেন ঘাটালে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শংকর দলুই। দেবের অনুপস্থিতিতে তৈরি হয় কমিটি। সেই কমিটিতে নাম ছিল না দেবের। শংকর দলুই বলেছিলেন দেবের সঙ্গে পরামর্শ করেই তিনি এই মিটিং ডেকেছেন এবং কমিটি গঠন করেছেন। সেখানে যে কমিটি হয়, সেই কমিটির মাথা হন শংকর দোলুই। সেই কমিটি গঠনের পর থেকেই শুরু হয় গুঞ্জন।


আরও পড়ুন- Nadia: তিন দিন ধরে নিখোঁজ! প্রেমিকই খুন করে মাটিতে পুঁতে দিল প্রেমিকাকে...


রবিবার ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল উৎসব ও শিশুমেলা নিয়ে ফের মিটিং করতে আসেন ঘাটাল লোকসভার তৃণমুল সাংসদ তথা অভিনেতা দেব। দেব আসার আগেই ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে এসে উপস্থিত হয় ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই এবং তাঁর অনুগামীরা। অপরদিকে সাংসদ দেব আসার আগে মাঠের অপরপ্রান্তে এসে উপস্থিত হয় দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার অনুগামীরা। সাংসদ দেব আসার কিছুক্ষণ আগে থেকেই শুরু হয় দুই পক্ষের বচসা,কটুক্তি। আর সাংসদ অভিনেতা দেব পৌঁছাতেই তার সামনেই শুরু হয় দু পক্ষের মারামারি। তখনই ঘাটাল উৎসব ও শিশু মেলার মিটিং না করে তড়িঘড়ি ঘাটালে সাংসদ কার্য্যালয়ে ফিরে যান সংসদ দেব।



এই দুই গোষ্ঠীর মারামারিতে মাথা ফাটল বেশ কয়েকজন তৃণমূল কর্মীর। ঘাটাল থানার পুলিস তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। শিশুমেলার মিটিং শেষে কর্মীদের জন্য রান্না করা হয়েছিল মাংস ভাত, দুইপক্ষের মারামারিতে উল্টে যায় রান্না করা মাংস সহ ভাত,ভেঙে পড়ে রয়েছে চেয়ার টেবিল। দু'পক্ষের মারামারিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ঘাটাল শ্রী অরবিন্দ স্টেডিয়াম চত্বরের ভিতর ও বাইরে। এই মুহূর্তে ঘটনারস্থলে রয়েছে ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী।এখন দেখার কার হাতে থাকে ঘাটাল উৎসব ও শিশু মেলা,সেদিকেই তাকিয়ে রয়েছে ঘাটালবাসী।


আরও পড়ুন- All We Imagine As Light: সাবালক হচ্ছে ভারতের সেন্সর! নগ্নতা, তুলকালাম যৌনতায় কাঁচি না চালিয়েই পর্দায় পায়েলের সিনেমা...


উল্লেখ্য কয়েকদিন আগেই ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য শংকর দোলুই একটি বৈঠক দেখে কমিটি গঠন করে নিয়েছিলেন। তাঁর দাবি ছিল সাংসদ দেবের সঙ্গে কথা বলেই সেই কমিটি তিনি গঠন করেছেন। সেই কমিটির সম্পাদক হয়েছিলেন তিনি নিজেই। এই নিয়ে তুমুল শোরগোল দেখা যায়। সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার দাবি ছিল তাঁরা এই বৈঠকের বিষয়ে কিছুই জানেন না এবং তাঁদেরকে ডাকা পর্যন্ত হয়নি। এরপরেই আজকে সাংসদ দেব ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে একটি বৈঠক ডেকেছিলেন। আর সেখানেই দু পক্ষের মধ্যে শুরু হয়ে যায় মারামারি।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)